১ আগস্ট, ২০১৯ ১৯:১১
১৩ রোগী শনাক্ত

সিরাজগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

সিরাজগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিন সরকারি হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৬ জন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল, খাজা ইউনুস আলী হাসপাতাল, নর্থবেঙ্গল হাসপাতাল, আভিসিনা হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। অন্যদিকে, সদর হাসপাতালে বেড সংকট ও চিকিৎসক সংকট থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলছেন, সরকারি-বেসরকারি মিলে জেলায় মোট ৪৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর যেহেতু জেলা থেকেও মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাই এডিস মশা বা লার্ভা আছে কিনা এবং কি পরিমাণে আছে সেটি শনাক্তের জন্য একটি টিম কাজ শুরু করেছে। এছাড়াও জনসচেনতার বৃদ্ধিতে জন্য র‌্যালী ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মকান্ড চালানো হচ্ছে এবং জেলার সকল বাসিন্দাকে বাড়িঘরের ময়লা আবর্জনা পরিস্কার রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর