১ আগস্ট, ২০১৯ ২৩:৫৫

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ যুবলীগের ৭৫০ যুব ব্রিগেড গঠন

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ যুবলীগের ৭৫০ যুব ব্রিগেড গঠন

ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব মোকাবিলা, নিজ নিজ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনের ডাকে সাড়া দিয়ে ‘পরিস্কার পরিচ্ছন্ন ও রক্তদান’ কর্মসূচিতে অংশ গ্রহণ করতে ৭৫০ ‘যুব ব্রিগেড’ গঠন করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও দক্ষিণের সভাপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত ইসমাইল চৌধুরী সম্রাটের নিদের্শে যুব ব্রিগেড গঠনের কাজ শুরু করেছেন সংগঠনের নেতাকর্মীরা। 

যুব ব্রিগেড গঠনের আগেই তারা বিভিন্ন এলাকায় সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো সংগঠনটি। 

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থানরত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আওয়ামী লীগ, যুবলীগসহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিদের্শ দিয়েছেন। গত বুধবার যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এলাকা ভিত্তিক ‘যুব ব্রিগেড’ গঠন করে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের পাশাপাশি রক্তদান, প্রয়োজনীয় সেবা প্রদানের নিদের্শ দিয়েছিলেন। আমি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে টেলিফোনে প্রতিটি ওয়ার্ডে ১০টি করে যুব ব্রিগেড গঠন করার নিদের্শ দিয়েছি। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ২৪টি থানা ও  ৭৫টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ১০টি করে কমিটি গঠন করা হলে মোট ৭৫০ টি যুব ব্রিগেড গঠন করা হবে। দায়িত্বপ্রাপ্ত নেতারা আজ থেকে এই কার্যক্রম শুরু করেছে। 

দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আজ সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও দক্ষিনের সভাপতির নিদের্শে কার্যক্রম শুরু করেছি। আমরা ডেঙ্গু রোগীদের সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা শুরু করেছি।’      

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ ইসমাইল চৌধুরী সম্রাট ভাই প্রতিটি ওয়ার্ডে ১০টি করে কমিটি গঠনের নিদের্শ দিয়েছেন। আমরা সেভাবে কাজ করছি। ইতোমধ্যে লিফলেট, ব্যানার, পোস্টার ছাপিয়েছি। কয়েকদিনের মধ্যেই কমিটি গঠন করে যুবলীগ চেয়ারম্যানের কাছে জমা দিব।’ 

যুগ্ম সাধারণ সম্পাদক ও কমিশনার একেএম মমিনুল হক সাঈদ বলেন, ‘যুব ব্রিগেড গঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও আমরা সম্পৃক্ত করছি। বিশেষ করে আমার ওয়ার্ডে নাগরিক কমিটিও গঠন করে দিয়েছি। আলোচনা সভা-সচেতনতামুলক র‌্যালি, পরিস্কার পরিচ্ছন্ন অভিযান করছি। এখন আমার ওয়ার্ডে আর পানি জমে থাকছে না। ফলে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র কমে যাচ্ছে।’ 

সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মাকসুদ বলেন, প্রতিটি ওয়ার্ডের নেতাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। তারা যুব ব্রিগেড গঠনের কাজ করছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর