২ আগস্ট, ২০১৯ ১০:৫৭

একদিনে ১৩ জনের ডেঙ্গু সনাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে

অনলাইন ডেস্ক

একদিনে ১৩ জনের ডেঙ্গু সনাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একদিনে ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু সনাক্ত করা হয়েছে।

ঢাবি মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ড. সারওয়ার জাহান মুক্তাফী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ডেঙ্গু পরীক্ষার যন্ত্র বসানো হয়েছে। 

যন্ত্রটি বসানোর পর শিক্ষার্থীরা রক্তের প্লাটিলেট কাউন্টের জন্য সিভিসি পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু সনাক্তের সুবিধাও পাচ্ছেন।

বাংলাদেশ এসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টস (বিএসিবি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সহযোগিতায় প্রথম দিনে ডেঙ্গু পরীক্ষা করেছে ১৬৮ শিক্ষার্থী, এর মধ্যে ১৩ জনের ডেঙ্গু ধরা পড়েছে।

ড. সারওয়ার জাহান মুক্তাফী বলেন, প্রথম দিনে আমরা ১৬৮ শিক্ষার্থীর ডেঙ্গু পরীক্ষা করেছি, যার মধ্যে ১৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। বাকিদের কোনো সমস্যা নেই।

তিনি বলেন, বৃহস্পতিবারও আমরা ১৬০ জনের মতো পরীক্ষা করছি। এদের রিপোর্ট শুক্রবার পাওয়া যাবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর