২ আগস্ট, ২০১৯ ১৮:৫৩

মাদারীপুরে ২৪ ঘণ্টায় ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত

মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে ২৪ ঘণ্টায় ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ জনে। এদের মধ্যে মাদারীপুর সদর হাসপাতাল, শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে ১৫ জন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তবে চিকিৎসকরা বলছেন- ভয়ের কিছু নেই। এদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজৈর উপজেলার শারমিন আক্তার নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় আরো ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার বেলা ১২টা পর্যন্ত জেলায় মোট ৪৮ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমরা ডেঙ্গুর ব্যাপারে আলাদা মনিটরিং করতে বলেছি।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর