২ আগস্ট, ২০১৯ ২০:৫৭

চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ার সঙ্গে বাড়ছে ভোগান্তিও

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম :

চট্টগ্রামে ডেঙ্গু রোগী বাড়ার সঙ্গে বাড়ছে ভোগান্তিও

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৬০টি শয্যা নিয়ে ডেঙ্গু রোগে আক্রান্তদের বিশেষ ব্লক চালু করা হয়। কিন্তু বর্তমানে এখানেই ভর্তি ৭৬ জন। শয্যার অতিরিক্ত রোগীদের ফ্লোরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু রোগ নির্ণয় নিয়ে চরম ভোগান্তি। ফলে ডেঙ্গু রোগী বাড়ার সঙ্গে বাড়ছে ভোগান্তিও।

আজ শুক্রবার বিকাল পর্যন্ত চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে নতুন করে ১২ জন আক্রান্ত হয়। শুক্রবার পর্যন্ত চট্টগ্রামে (চমেক হাসপাতাল ছাড়া) ১১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। চট্টগ্রামে গত বৃহস্পতিবার একদিনেই ৩২ জন এবং গত বুধবার ২৬ জন নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। ২০১৭ সালে ডেঙ্গু মৌসুমে আক্রান্ত হয়েছিল ৬৬ জন এবং ২০১৮ সালে হয়েছিল ১৭৭ জন। কিন্তু এ বছর গত ২০ জুলাই থেকে আক্রান্ত হয় ১৯০ জন। 

খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে এখন ডেঙ্গু পরীক্ষার কীট সংকট দেখা দিয়েছে। প্রায় সবগুলো ল্যাবেই কীট সংকটের কারণে ডেঙ্গু রোগ শনাক্ত করা যাচ্ছে না। এ কারণে রোগীরা নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। আরিফুল ইসলাম নামের এক রোগী অভিযোগ করে বলেন, ‘গত বৃহস্পতিবার বিকালে চারটি ল্যাবে ঘুরেও ডেঙ্গু টেস্ট করতে পারি নাই। পরে টেস্ট না করেই বাড়ি ফিরে যাই।’

চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, ‘চমেক হাসপাতালে ৬০ শয্যা নিয়ে ডেঙ্গু ব্লক চালু করা হয়। কিন্তু প্রতিদিনই নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। শয্যার চেয়ে বেশি রোগী হওয়ায় সংকট তো থাকবেই।’ চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ‘চসিকের উদ্যোগে প্রয়োজনীয় কীট ক্রয় করা হয়েছে। আজ শুক্রবার পর্যন্ত প্রায় ৪০০ জন ডেঙ্গু রোগীর রক্ত পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার একদিনেই ১২৫ জনের রক্ত পরীক্ষা করা হয়।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর