২ আগস্ট, ২০১৯ ২১:০৪

নোয়াখালীতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীতে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

মোশাররফ হোসেন

নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত মোশাররফ হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোশাররফ সদর উপজেলার দাদপুর ইউনিয়নের হুগলী গ্রামের আব্দুল গনি মাস্টার বাড়ির আবুল কাশেমের ছেলে। 

নিহতের স্বজনরা জানান, মোশারেফ কুমিল্লা রেলওয়ের কর্মচারী ছিলেন। গত ২-৩ দিন থেকে সেখানে জ্বরে আক্রান্ত হয়ে নোয়াখালী এসে শুক্রবার মাইজদীর গ্রামীণ হাসপাতালে বিভিন্ন পরীক্ষা করালে ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলার সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, মোশাররফ হোসেন গত ৫ দিন থেকে জ্বরে ভুগছিলেন। তার ডায়াবেটিক সমস্যাও রয়েছে। রক্ত পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়লে শুক্রবার সকাল ১০টার দিকে স্বজনরা তাকে জেলা শহরের প্রাইম হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে ২৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি আছে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর