৩ আগস্ট, ২০১৯ ১৫:০১

সিরাজগঞ্জে আরও ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে আরও ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত

সিরাজগঞ্জে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আবার অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। গত ২৪ ঘন্টায় আরও ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে মোট ১১৪জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 

এর মধ্যে, সিরাজগঞ্জ সরকারি হাসপাতালে ৩৪জন এবং  বেসরকারি হাসপাতালে ২২ চিকিৎসাধীন রয়েছে। বাকি ৫৮ জনের মধ্যে দুজন বগুড়ায় চিকিৎসাধীন এবং ৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ১১৪ জনের মধ্যে প্রায় সবাই ঢাকায় আক্রান্ত হলেও ৪জন সিরাজগঞ্জেই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, জেলায় এডিস মশা ও লাভা রয়েছে। এজন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জনসচেতনা বাড়াতে র‌্যালি, আলোচনা ও ব্যানার টানানো হয়েছে। যদি প্রতিটি পরিবার তার বাসার আশপাশ পরিস্কার রাখে তবে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে তিনি মনে করেন। এ জন্য সিরাজগঞ্জবাসীকে আতঙ্কিত না হয়ে নিজেদের সচেতন হওয়ার পরামর্শও দেন তিনি। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর