৩ আগস্ট, ২০১৯ ১৫:৩৩

ওসমানীতে ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট :

ওসমানীতে ২৪ ঘণ্টায় ১৭ জন ডেঙ্গু আক্রান্ত

গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন। এদের মধ্যে চারজন শিশু ও চারজন নারী। বাকি নয়জন পুরুষ। এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ৫ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬ জন রোগী।

এর আগে, গত কয়েকদিন ধরে বেশকিছু রোগী ওসমানী হাসপাতালে ভর্তি হলেও এদের মধ্যে বেশিরভাগই ছিলেন পুরুষ রোগী। তবে গত ২৪ ঘন্টায় ভর্তি হওয়াদের মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ৬ জন এবং ৪ জন শিশু। গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ওসমানী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯২ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর