৩ আগস্ট, ২০১৯ ১৬:১২

ঠাকুরগাঁওয়ে ব্যক্তি উদ্যোগে মশা নিধনের চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ব্যক্তি উদ্যোগে মশা নিধনের চেষ্টা

সারাদেশে যখন ডেঙ্গু ভয়াবহতায় রূপ নিয়েছে, তখন জেলা শহর থেকে শুরু করে প্রত্যান্ত এলাকার মানুষ ডেঙ্গুর ভয়ে আতঙ্কে দিন পার করছে। পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠাকুরগাঁও শহরে মশা নিধনে কার্যক্রম দু'একদিন দেখা গেলেও তা লক্ষ্যনীয় ছিল না। এছাড়া জনসচেতনতায় কোন মাইকিং বা প্রচারণা হচ্ছে না বলেও সাধারণ মানুষ অভিযোগ করেছেন।

তাই নিজ উদ্যাগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁও শহরের আইনজীবি মোস্তাক আলম টুলু মশা নিধনে উদ্যোগ নিয়েছে। তিনি ড্রেনে কেরোচিন তেল, মশা নিধনের পাউডার প্রয়োগ করছেন শহরের বিভিন্ন স্থানে। মানুষকে ডেঙ্গু রোধে সচেতনতা জন্য সকলের বাড়ির আশপাশ পরিস্কার রাখার আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. কামরুজ্জামান বলেন, অ্যাড. টুলুর মশা নিধনের ব্যতিক্রমী উদ্যোগ জনসচেতনতার জন্য দৃষ্টান্ত। এভাবে সবাই ডেঙ্গু নিরাময়ের জন্য বাড়ির আশেপাশে পরিষ্কার রাখি তাহলে এ রোগ ছড়াবে না। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু নিরাময়ের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর