৩ আগস্ট, ২০১৯ ১৬:২৩

জামালপুরে ৩ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ৩ দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, পরিচ্ছন্ন সমাজ-ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ এই শ্লোগানে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে জামালপুরে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জেলা আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার শহরের বকুলতলা দলীয় কার্যালয় চত্বর থেকে এই অভিযানের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। 

অভিযানের উদ্বোধনী সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক ভূমিমন্ত্রী আলহাজ মো. রেজাউল করিম হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। 

এ সময় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার জন্ম নিধনে নিজের বাড়ির আঙ্গিনাসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর