৩ আগস্ট, ২০১৯ ১৭:৩৫

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছেই

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। শনিবার বিকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে আরও চারজন।

শনিবার এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এই মহূর্তে শিশুসহ ৪৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ। হাসপাতালে চিকিৎসা নিতে আসা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানা যায়। 

জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, আগামী ৫ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা থেকে দুইজন ডেঙ্গু বিশেষজ্ঞ আসছেন। তারা হাসপাতালের চিকিৎসকদের নিয়ে কনফারেন্স করবেন যাতে আরও দক্ষভাবে চিকিৎসা সেবা দিতে পারেন। 

আসন্ন ঈদুল আজহাতে ঢাকাসহ বিভিন্ন জেলা হতে ঘরে ফেরা মানুষের কারণে দিনাজপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও আশঙ্কার কিছু নেই। সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।  


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর