৪ আগস্ট, ২০১৯ ১৭:৩০

চাঁপাইনবাবগঞ্জে নাস্তার টাকা বাঁচিয়ে মশা মারতে মাঠে সাড়ে ৭’শ পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নাস্তার টাকা বাঁচিয়ে মশা মারতে মাঠে সাড়ে ৭’শ পুলিশ

সরকারিভাবে প্রাপ্ত নাস্তার টাকা বাঁচিয়ে ওষুধ কিনে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে সাড়ে সাত’শ পুলিশ সদস্য। আজ রবিবার সকাল ৭টা থেকে জেলাব্যাপী বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করে মশা মারা ওষুধ ছিটাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সদস্যরা। 

এই তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম-পিপিএম জানান, জেলায় প্রায় সাড়ে সাত’শ পুলিশ রবিবার সকাল ৭টা থেকে এই কার্যক্রম শুরু করেছে এবং সরেজমিন তত্ত্বাবধান করছেন পুলিশ সুপারসহ জেলার ৫ থানার ওসিরা। 

তিনি আরও জানান, সরকারিভাবে প্রাপ্ত নাস্তার টাকা বাঁচিয়ে মশা মারার ওষুধ কেনা হয়েছে। এই কর্মসূচি পুলিশ সুপারের কার্যালয় হতে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়, কোর্ট চত্বর, অক্ট্রয় মোড়সহ বিভিন্ন নার্সারি ও বাসাবাড়ির আশপাশে মশা মারার ওষুধ ছিটানো হয়। এছাড়া জেলার পাঁচ উপজেলার সবগুলো থানা এলাকা, পুলিশ ফাঁড়ি ও অফিসে ওষুধ ছিটানো হচ্ছে। 

প্রসঙ্গত, প্রতিটি থানার ওসিদের নেতৃত্বে নিজ নিজ এলাকা পরিষ্কার করে ওষুধ ছিটানো হচ্ছে এবং পুরো আগস্ট মাস জুড়েই এই কার্যক্রম চলবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর