৪ আগস্ট, ২০১৯ ২১:১৫

শরীয়তপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

দিনে দিনে বাড়ছে শরীয়তপুরে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত জেলায় ৫৪ জন শনাক্ত হলেও রবিবার হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ জন। ডেঙ্গু পরীক্ষার করার ঔষধের সংকট দেখা দিয়েছে। ডেঙ্গু শনাক্তকরণ ঔষধসহ রোগীর অতিরিক্ত চাপ সামলাতে কষ্ট হচ্ছে বলছে কর্তৃপক্ষ। 

শরীয়তপুরে গত ২৯ আগষ্ট প্রথম ডেঙ্গু শনাক্ত হয়। ডেঙ্গু জ্বরের রোগী এরপর থেকেই একের পর এক ভর্তি হয়ে রবিবার পর্যন্ত শরীয়তপুর সদর হাসপাতালে ১৯ জন। রবিবার  ১৫ ভর্তি রয়েছে শরীয়তপুর সদর হাসপাতালে ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ মোট ১৫ জন ভর্তি হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। 

ডেঙ্গু জ্বরের পরীক্ষা হাসপাতাল থেকে দেয়ার কথা থাকলেও রোগীরা করাচ্ছেন ক্লিনিক থেকে। হাপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষার ঔষধ স্বল্পতার কথা বলছেন। হাসপাতালের আঙ্গিনা ঘুড়ে দেখা যায় সেখানেই চরম অস্বাস্থ্যকর পরিবেশ। শরীয়তপুর পৌরসভার পক্ষ থেকে মশা নিধন ঔষধ ছিটানোর কাজ করেছেন তাও দায় ছাড়ানোর মতো। ইতিমধ্যে জেলা প্রশাসকসহ পৌর মেয়র ও সিভিল সার্জন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের খোঁজ খবর নিয়েছেন। 

ঔষধ স্বল্পতা ও রোগীর অতিরিক্ত চাপ নিয়ে কিছুটা সমস্যার কথা জানালেন জেলা সদর হাসপাল তত্বাবধায়ক। 

শরীয়তপুরের সিভিল সার্জন মো.খলিলুর রহমান বলেন, রবিবার সকাল ৫টা পর্যন্ত শরীয়তপুর জেলায় ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এপর্যন্ত জেলায় ডেঙ্গু জড়ে আক্রন্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৪৯। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর