৪ আগস্ট, ২০১৯ ২১:২৯

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর ঢাকায় মৃত্যু

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর ঢাকায় মৃত্যু

মাগুরা সদর উপজেলার পুটিয়া গ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত জয়ন্তী সাহা (৩২) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থান ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে আজ রবিবার ভোরে মারা গেছেন। দুই সন্তানের মা জয়ন্তী সাহা বেরইল পরিতা ইউনিয়নের পুটিয়া গ্রামের চঞ্চল মিত্র’র স্ত্রী। 

নিহতের বড় ভাই মিলন সাহা জানান, জয়ন্তী সাহা গত তিন দিন আগে শ্বশুর বাড়ি পুঠিয়া গ্রাম থেকে জ্বরে আক্রান্ত হয়। প্রথমে তারা স্বাভাবিক জ্বর মনে করলেও শানিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর নেওয়া  হয়। সেখান তার শারীরিক অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শনিবার বিকেলেই ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান গত শনিবার রাত ৩টা দিকে তার মৃত্যু হয়।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, মাগুরা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্য হয়েছে। তবে ওই রোগী মাগুরার কোন হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেনি।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর