৫ আগস্ট, ২০১৯ ১৪:০৫

ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

ডেঙ্গু রোগে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু রোগে আতঙ্ক না হয়ে সকলকে সতর্ক হতে হবে। ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। এর সমাধান হয়ে যাবে।

ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও এডিস মশা নিধনের লক্ষ্যে সরকার ঘোষিত ক্রাশ প্রোগ্রাম এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। সোমবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল চত্ত্বরে ক্রাশ প্রোগ্রাম এর উদ্বোধন করা হয়। 

এ সময় মন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত পঁচিশ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তার মধ্যে আঠার হাজার চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ রোগে মোট ১৮ জন মারা গেছেন। এর আগে তিনি হাসপাতাল পরিদর্শন করে ভর্তি রোগীদের খোঁজ খবর নেন। 

পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর