৫ আগস্ট, ২০১৯ ১৪:৫৬

'সক্ষমতা দেখাতে পারেনি দুই সিটি কর্পোরেশন'

নিজস্ব প্রতিবেদক

'সক্ষমতা দেখাতে পারেনি দুই সিটি কর্পোরেশন'

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় দুই সিটি কর্পোরেশনের যে সক্ষমতা দেখানোর দরকার ছিলো তা দেখাতে পারেনি। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ঈদের ছুটির মধ্যে ঢাকার বাইরে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে, তবে ঢাকায় রোগীর সংখ্যা কমতে পারে।

অযথা আতঙ্কিত হয়ে ডেঙ্গু টেস্ট না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয় প্রয়োজন। অকারণে চাপ বাড়ালে যারা সত্যিই খুব অসুস্থ তাদের সেবায় বিঘ্ন ঘটবে। এজন্য অযথা আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কীটতত্ত্ববিদ ড. নাগপাল বলেছেন, নির্মাণাধীন ভবন এডিস মশার লার্ভার বড় উৎস, ভবনের মালিকরা সচেতন না হলে সিটি কর্পোরেশনের উচিত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। নাগরিক সচেতনতার অভাবে বাংলাদেশে এবার ডেঙ্গুর আক্রমণ বেড়েছে, নিজেরা সচেতন না হলে সিটি কর্পোরেশনের উদ্যোগ কোন কাজে আসবে না।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর