৫ আগস্ট, ২০১৯ ১৬:১৩

ডেঙ্গু সচেতনতায় পথনাটক মঙ্গলবার

অনলাইন ডেস্ক

ডেঙ্গু সচেতনতায় পথনাটক মঙ্গলবার

ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মঙ্গলবার (৬ আগস্ট) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির থিয়েটার ক্লাব অলস্টাস্টার ড্যাফোডিল ‘ডেঙ্গু সাঙ্গলীলা’ নামে একটি পথনাটক প্রদর্শন করতে যাচ্ছে।  

পথনাটকটি ওইদিন (মঙ্গলবার) বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের সামনে, ৬টায় ধানমন্ডি ৩২ নম্বর লেক-এ এবং সাড়ে ৬টায় রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে পরিবেশিত হবে। 

নাটকটির রচনা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এবং নির্দেশনা দিয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুজন নাজির।  

ঢাকা শহরের ডেঙ্গুর প্রকোপ এবং আতঙ্ক নিয়ে জনমনে সচেতনতা তৈরির লক্ষ্যে একদল স্বপ্নবাজ নাট্যকর্মীর পরিবেশনায় এই পথনাটকটি পরিবেশিত হবে। নগরবাসী যাতে ডেঙ্গুর এই ভয়াবহ প্রকোপ কাটিয়ে উঠতে পারে এবং সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই সকল দিক নাটকটির মধ্য দিয়ে তুলে ধরা হবে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর