৫ আগস্ট, ২০১৯ ১৭:১১

নাটোরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক

নাটোর প্রতিনিধি

নাটোরে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক

নাটোরে বেড়েই চলছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে সদর হাসপাতালে ২০জন ডেঙ্গু রোগী ভর্তি হলেন। 

আপরদিকে সাধারণ ওয়ার্ডে ডেঙ্গু রোগী থাকায় ওই ওয়ার্ডের রোগীদের মধ্য আতংক ছড়িয়ে পড়েছে।

নাটোর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা চলছে। ডেঙ্গু রোগীদের মশারীর মধ্যে রাখা হলেও একই বাথরুম ব্যবহার করছেন ডেঙ্গুও সাধারণ রোগী।

তবে এ ব্যাপারে হসপাতালের কোন কর্মকর্তা কথা বলতে চাননি। তবে হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, নাটোর সদর হাসপাতাল ১০০ বেডের হওয়ায় তাদের জন্য আলাদা ওয়ার্ড করা সম্ভব না।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর