৫ আগস্ট, ২০১৯ ১৭:৩৮

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ১৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ সরকারি হাসপাতালসহ বেসরকারি হাসপাতালে ৬৬ চিকিৎসাধীন রয়েছে। বাকীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

এদিকে, সদর হাসপাতালে বেড সংকট থাকায় ও ডেঙ্গু শনাক্তকরণের জন্য কীট-রিএজেন্ট না থাকায় রোগীরা বিপাকে পড়েছে। বারান্দায় অন্য রোগীর সাথেই তাদের চিকিৎসা নিতে হচ্ছে। 

অন্যদিকে, সিরাজগঞ্জ পৌরসভা এডিশ মশা ও লার্ভা নিধনে শহরের অলি-গলিতে মশক নিধন স্প্রে শুরু করলেও উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে মশক নিধনে ব্যবস্থা গ্রহণ না করায় মানুষ ডেঙ্গু আতঙ্কে ভুগছেন। প্রতিদিনই ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। 

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, সদর হাসপাতালে ডেঙ্গু টেস্টের এনএস-১ টেস্টের কিট বা রিএজেন্ট যা সরবরাহ ছিল তা শেষ হয়ে গেছে। পুনরায় সরবরাহের জন্য আবেদন করা হয়েছে। দুএকদিনের মধ্যে পেলে সঙ্কট কেটে যাবে। সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে পরীক্ষা করতে হচ্ছে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর