৬ আগস্ট, ২০১৯ ১০:৪৮

মশা নিধনে নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা আজ

অনলাইন ডেস্ক

 মশা নিধনে নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা আজ

ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিধনে যে ওষুধ ব্যবহার করে, সেটা পাল্টাতে চাইছে। আর এরই মধ্যে নগর ভবনে একটি নমুনা পরীক্ষা করা হয়েছে। খাঁচার ভেতর রাখা উড়ন্ত মশায় প্রয়োগ করে এক ঘণ্টায় ২৬ শতাংশ মশা মারা গেছে বলে প্রমাণ মিলেছে। এই অবস্থায় নতুন একটি ওষুধের নমুনা দেশে এসেছে, যেটার কার্যকারিতা পরীক্ষা করার কথা আজ।

ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, আমাদের নতুন ওষুধ চলে এসেছে, এখন বিমানবন্দরে রয়েছে। সেই ওষুধ আনার পর সকল সংস্থার প্রতিনিধিদের সামনে ওষুধের কার্যকারিতা পরীক্ষা করা হবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক শরীফুল ইসলাম বলেন, যদি ২৬ শতাংশ ওষুধ মশা মারা যায় তাহলে সেটাকে কোনোভাবেই কার্যকর ওষুধ বলা যায় না। শতভাগ মশা নির্মূলের আশা না করলেও কমপক্ষে ৫০ ভাগ মশা মরতে হবে। তাহলে বোঝা যাবে ওষুধ কার্যকর আছে।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আমাদের বিবেচনায় শতকরা ৮০ শতাংশ মশা মারলেই সেটাকে কার্যকর ওষুধ বলা যাবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর