৬ আগস্ট, ২০১৯ ১১:২৩

মশা নিধনে বিদেশ থেকে ২৫ টন ওষুধ আনা হয়েছে : গাসিক মেয়র

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

মশা নিধনে বিদেশ থেকে ২৫ টন ওষুধ আনা হয়েছে : গাসিক মেয়র

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, মশক নিধনে বিদেশ থেকে ২৫ টন ওষুধ আনা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন ছাড়াও প্রয়োজনে ঢাকার দুই সিটি কর্পোরেশনেও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে। ওষুধের মান নিয়ে যদি কারও সন্দেহ হয় তাও দেখতে পারেন, আমারা তাতেও সহযোগিতা করবো।

টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় সোমবার গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি ও র‌্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাই নিজ নিজ বাসা-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যেসব স্থানে এডিশ মশা জন্মানোর সম্ভাবনা আছে সে সব জায়গা নিয়মিত পরিষ্কার করতে হবে। পরে একটি বিশাল র‌্যালি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট, হোসেন মার্কেট, চেরাগ আলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এসময় সিটি কর্পোরেশনের মশক নিধনকর্মীরা ফগার মেশিন দিয়ে মশা নির্মূলের ওষুধ স্প্রে করেন।  

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আজমত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহর ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ওসমান আলী, কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল হাদি শামীম প্রমুখ। 

বিডি প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর