৬ আগস্ট, ২০১৯ ১৪:২৬

গলাচিপায় ৪ ডেঙ্গু রোগী শনাক্ত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় ৪ ডেঙ্গু রোগী শনাক্ত

পটুয়াখালীর গলাচিপায় ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত ও ৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। রোগীরা হলেন- উপজেলার ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা গ্রামের মো. সিরাজুল দুয়ারির ছেলে মো. জাফর আহম্মেদ, ফুলখালী গ্রামের মো. জহিরুল ইসলাম খানের ছেলে মো. ফেরদাউস খান, কুমারখালী গ্রামের মো. জালাল খানের স্ত্রী মোসা. জেসমিন আক্তার এবং গোলখালী গ্রামের মো. সোহাগ রহমান। আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম জানান, ইতিমধ্যে ৪ জন রোগী শনাক্ত করা হয়েছে ও ৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।শনাক্তকারীদেরকে পটুয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ডেঙ্গুর বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আমরা সচেতনতামূলক ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছি। বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীদেরকে এডিশ মশার উৎপত্তি ও ডেঙ্গু হওয়ার কারণ সম্পর্কে বিশদভাবে আলোচনা করছি। যাতে তারা তাদের পরিবারসহ আশপাশের সবাইকে সচেতন করতে পারে। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর