৬ আগস্ট, ২০১৯ ১৯:২৯

বরগুনায় ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় ৫৪ ডেঙ্গু রোগী শনাক্ত

বরগুনায় এখন পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ৮ জুলাই থেকে ৬ আগস্ট বেলা ১০টা পর্যন্ত ৫৪ ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী বরগুনা জেনারেল হাসপাতাল, আমতলী, বেতাগী ও পাথরঘাটা স্বাস্থ্য কেন্দ্রে শনাক্ত করা হয়েছে। 

এদের মধ্যে বরগুনা থেকে মঙ্গলবার বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে ১ জনকে পাঠানো হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২২ জন বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নতুন রোগীদের মধ্য রবিবার সকার ১০ টা পর্যন্ত বরগুনা জেনারেল হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছে। হাসপাতালের তত্ত্বাবাধয়ক ডা. মো. সোহরাফ হোসেন বলেন, মঙ্গলবার ১ শত এন এস-১  (কীটস)  আমরা কিনেছি। 

সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান জানান, আজকের মধ্যে সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এনএস-১ (কীটস) পৌঁছে যাবে। পাশাপাশি জেনারেল হাসপাতালসহ সকল স্বাস্থ্য কেন্দ্র পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর