৬ আগস্ট, ২০১৯ ১৯:৫৪

চট্টগ্রামে এডিস মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রামে এডিস মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা

চট্টগ্রাম নগরকে ডেঙ্গুমুক্ত শহর গড়তে এডিস মশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা শুরু হবে। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ‘এডিস মশা নিধন ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ে মহানগর ও বিভাগীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ সম্পর্কিত সমন্বয় সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন এ ঘোষণা দেন। 
  
সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, ডিআইজি  খন্দকার গোলাম ফারুক, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  মোহসেন উদ্দিন আহমেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, মো. নুরুল আলম নিজামী, স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সিএমপির ডিসি হেড কোয়াটার শ্যামল কুমার নাথ, পুলিশ সুপার নুরে আলম মিনা, চউক সচিব তাহেরা ফেরদৌস, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ।   

সিটি মেয়র বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কর্মস্থল ও বাসা-বাড়িসহ সব জায়গায় একযোগে মশা নিধন অভিযান চালালে বেশি সুফল মিলবে। চসিকের ৩ হাজারের বেশি পরিচ্ছন্নকর্মী রাতে বর্জ্য অপসারণ করে। আগামী বৃহস্পতিবার সবাই দিনে কাজ করবেন। এর সঙ্গে যদি সচেতন নগরবাসী, স্বচ্ছাসেবী সংগঠন, সাধারণ মানুষ সহযোগিতার হাত বাড়ান তবে এডিসের বিরুদ্ধে এ যুদ্ধে আমরা জয়ী হবো।’ 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর