৬ আগস্ট, ২০১৯ ২০:০২

বাগেরহাটে নতুন ৮ জনসহ ডেঙ্গু রোগীর সংখ্যা ২৮

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে নতুন ৮ জনসহ ডেঙ্গু রোগীর সংখ্যা ২৮

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় সরকারি হিসেবে নতুন করে আরো ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। নতুন এই ৫ ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে শরণখোলা ৪ জন, বাগেরহাটে ২ জন ও ফকিরহাট উপজেলায় ২ জন। 

এদেরমধ্যে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের সবুর আকন (৬০), সোনাতলা গ্রামের শিশু মোহাম্মদ (৪), পশ্চিম খাদা গ্রামের টিটু হাওলাদারকে (৫৪) খুলনা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে শরণখোলা হাসপাতালে মমতাজ বেগম নামে একজন, বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে ৫ জন ও ফকিরহাট হাসপাতালে ২জন চিকিৎসাধীন রয়েছে। 

মঙ্গলবার দুপুর পর্যন্ত বাগেরহাটে জেলায় সরকারী হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। এদের মধ্যে গত সোমবার সকালে খুলনার সিটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌদি প্রবাসী বেল্লাল মোল্লার স্ত্রী খাদিজা বেগম মারা গেছেন। অন্য ডেঙ্গু আক্রান্ত রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে দাবী করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

তবে বেসরকারি ভাবে ডেঙ্গু রোগীর সংখ্যা ৮০ ছাড়িয়েছে বলে বাগেরহাটের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলো নিশ্চিত করেছে। 

বাগেরহাট জেলার সরকারী হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগ শনাক্তে এনএ-ওয়ান টেষ্টের অপ্রতুল ব্যবস্থা থাকলেও নেই আইজিজি ও আইজিএম টেষ্টের কোন ব্যবস্থা। সে কারণে বাগেরহাট জেলার ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তে উচ্চমূল্যে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারগুলোতে ওইসব টেস্টগুলো করাতে হচ্ছে স্বজনদের। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর