৭ আগস্ট, ২০১৯ ১১:২৩

ঈদ সেবা শুরু, ট্রেনে মশার ওষুধ

অনলাইন ডেস্ক

ঈদ সেবা শুরু, ট্রেনে মশার ওষুধ

ফাইল ছবি

রেলের ঈদ সেবা শুরু হয়েছে বুধবার সকাল থেকে। এই দিন আন্তঃনগর ও মেইল মিলে ৫২টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। মশার কামড়ে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয় এজন্য সব ট্রেনেই মশার ওষুধ ও স্প্রে ব্যবহার করছে বাংলাদেশ রেলওয়ে।

জানা গেছে, সব ট্রেনেই ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটানো হয়েছে। এছাড়া দুর্গন্ধ রোধে স্প্রেও দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, সব ট্রেনে রেলের নিজস্ব ফগার মেশিন দিয়ে মশার ওষুধ দেওয়া হচ্ছে। এছাড়াও সিটি করপোরেশনের টিম মশা রোধে কাজ করছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর