৭ আগস্ট, ২০১৯ ১৪:২৪

ভোলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৯, সিট সংকট

ভোলা প্রতিনিধি

ভোলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৯, সিট সংকট

ফাইল ছবি

ভোলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১১ জন। সব মিলিয়ে বুধবার বেলা ১১টা পর্যন্ত ভোলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ জন। এদের মধ্যে এমন ৭ জন আক্রান্ত হয়েছেন যারা বিগত ৬ মাস ধরে ভোলাতেই অবস্থান করছেন। এজন্য স্থানীয়দের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বাড়ছে। বাকিরা ঢাকা থেকে ডেঙ্গু নিয়ে এসেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ভোলা হাসপাতালে ডেঙ্গু রোগীরা সিট পাচ্ছেন না। বাধ্য হয়ে তারা ফ্লোরে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। এতে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এদিকে রোগীর চাপ বেড়ে যাওয়া ডাক্তার ও নার্সরা হিমসিম খাচ্ছেন। তবে রোগীরা হাসপাতাল থেকে ডেঙ্গু রোগের সব ধরণের ঔষধ পাচ্ছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার রথীন্দ্র নাথ মজুমদার।

অপর দিকে, হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চিকিৎসার কথা বললেও ভোলায় হাসপাতালে এখনো পূর্ণাঙ্গ ডেঙ্গু পরীক্ষার আইজি আইজিএম কিট নেই।  এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার রথীন্দ্রনাথ মজুমদার জানিয়েছেন, জরুরি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় সব উপকরণ দ্রুত সংগ্রহ করা হচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর