৭ আগস্ট, ২০১৯ ১৪:৪৬

রাজশাহীতে ১৪ স্থানে মিলেছে এডিস মশার লার্ভা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ১৪ স্থানে মিলেছে এডিস মশার লার্ভা
রাজশাহী মহানগরীর ১৪টি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান মিলেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উদ্যোগে কীটতত্ত্ব জরিপে ডেঙ্গুবাহী এই মশার লার্ভার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
 
রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ তায়েজুল ইসলামের নেতৃত্বে জরিপ দলটি গেলো ২ আগস্ট থেকে নগরীর পাঁচটি ওয়ার্ডের ১০০টি স্থান থেকে দৈব চয়নের ভিত্তিতে মশার লার্ভার নমুনা সংগ্রহ করে। 
 
বুধবার গবেষণাগারে পরীক্ষা শেষে এর মধ্যে ১৪টি স্থানের নমুনায় এডিসের লার্ভা পাওয়া যায়।
 
কীটতত্ত্ববিদ তায়েজুল ইসলাম বলেন, যেসব স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে সেখানে এর ব্যাপক উপস্থিতি আছে। এগুলো নিধনে শিগগিরই পদক্ষেপ নেওয়া জরুরি।
 
তিনি আরও বলেন, নগরীর সড়ক শোভাবর্ধনে ব্যবহৃত পাইপের ভিতরে বৃষ্টির পানিতে এডিসের লার্ভা মিলেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ভেতরেও এর উপস্থিতি পাওয়া গেছে।
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর