৭ আগস্ট, ২০১৯ ১৫:০১

বগুড়ায় ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া :

বগুড়ায় ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ কর্মসূচি উদযাপন করলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট। আজ বুধবার সকাল ১১টায় বগুড়া সাতমাথায় কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া ইউনিটের ভাইস চেযারম্যান অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল। এসময় উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি এ কে এম সুরুতজামান, ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য এলিজা ইয়াসমিন কেয়া, আবু ওবায়েদ মোহাম্মদ বাকি, ইউনিট অফিসার তৌহিদুল ইসলাম নয়ন, যুব প্রধান রাশিদা খাতুন রানী। এছাড়া সিনিয়র যুব স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব ও স্বেচ্ছাসেবক বৃন্দ। অনুষ্ঠানে ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে আলোচনা শেষে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুল-কলেজে ও শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে মাইকিং করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর