৭ আগস্ট, ২০১৯ ২১:১১

এডিস মশার উপযোগী পানি জমালে শাস্তি হওয়ার দরকার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

এডিস মশার উপযোগী পানি জমালে শাস্তি হওয়ার দরকার

কারখানা, বাড়িঘর, আঙিনা পরিচ্ছন্ন না রেখে, স্বচ্ছ পানি জমিয়ে এডিস মশার বংশ বিস্তারের সুযোগ রাখলে শাস্তি হওয়া দরকার। প্রয়োজনে এর জন্য আইন হওয়া উচিত। বুধবার বিকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে ‘এডিস মশার বিস্তাররোধ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন সচেতনতা কার্যক্রম ও আলোচনা সভায়’ দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম এসব কথা বলেন। 

সভায় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সৈয়দ জামাল আহমদ, একেএম আকতার হোসেন, এস. এম আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, মো. শাহরিয়ার জাহান, মো. আবদুল মান্নান সোহেল, মো. এম মহিউদ্দিন, নাজমুল করিম চৌধুরী শারুন, সৈয়দ মোহাম্মদ তানভির, সায়মান হাবিব, তাজমিম মোস্তফা চৌধুরী, সাকিফ আহমেদ সালাম প্রমুখ।

মাহবুবুল আলম বলেন, ‘ডেঙ্গু এখন বাংলাদেশে আতঙ্কের নাম। আমরা চাই না ডেঙ্গুতে কেউ মারা যাক, প্রিয়জনকে হারাই। এর জন্য সচেতন হতে হবে। বৃষ্টি আগাম হওয়ায় ডেঙ্গু বেড়েছে। পরিস্কার পানিতে এডিস মশা জন্মে। আমাদের বাড়ির ফ্রিজের ট্রে’র পানি, ফুলের টবে জমে থাকা পানিতে এডিস মশা জন্মে। প্রতিটি কারখানা, কার্যালয়, বাসা-বাড়ি পরিস্কার রেখে, পানি বেশি দিন জমিয়ে না রাখলে মশা জন্মাতে পারবে না।’

এসএম আবু তৈয়ব বলেন, ‘সব কিছু সরকার করতে পারে না। যেমন সড়ক দুর্ঘটনা। ডেঙ্গু মশা কামান দিয়ে মারা সম্ভব নয়। এর জন্য দরকার সচেতনতা সৃষ্টি করা। এবার হজ নিয়ে কেলেংকারি হয়নি। প্রধানমন্ত্রী সুব্যবস্থাপনা নিশ্চিত করেছেন। দেশও ডেঙ্গু মুক্ত করবেন তিনি। এর জন্য সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। নিজ নিজ বাড়িঘর, আঙিনা পরিস্কার রাখতে হবে।’

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর