৭ আগস্ট, ২০১৯ ২১:২৪

কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডেঙ্গুতে আক্রান্ত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা হাসপাতালের মেডিকেল অফিসার ডেঙ্গুতে আক্রান্ত

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আরিফ হোসেন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে তার ডেঙ্গু শণাক্ত হয়। তাকে চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে। 

কলাপাড়া হাসপাতালে ইতোপূর্বে আরও চারজন ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে। যার মধ্যে সর্বশেষ ভর্তিরত চাকামইয়ার আকলিমা বেগম চিকিৎসার জন্য বুধবার বরিশালে গেছেন। এছাড়াও শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আরও পাঁচজন ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে। এ নিয়ে কলাপাড়ায় এখন পর্যন্ত মোট ১০ ডেঙ্গু রোগী শণাক্ত হয়েছে। 

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জেএইচ খান লেলীন জানান, এ পর্যন্ত কলাপাড়ায় মোট ২০টি কীট পেয়েছেন। কীট সঙ্কটের কারণে আসন্ন কোরবানির ঈদে ঢাকা থেকে আসা কোন মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হলে চিকিৎসা নিয়ে সঙ্কটের শঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকগণ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান জানান, বিষয়টি তিনি খোঁজ-খবর নিয়ে দেখছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর