১০ আগস্ট, ২০১৯ ১৭:৩৮

সিংড়া হাসপাতালে সাড়ে ৩শ ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ

নাটোর প্রতিনিধি

সিংড়া হাসপাতালে সাড়ে ৩শ ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ স্বাস্থ্য সামগ্রী বিতরণ

ডেঙ্গু শনাক্তের জন্য নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে ৩শ' কিটস প্রদান করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথক ডেঙ্গু ওয়ার্ড উদ্বোধন করে প্রতিমন্ত্রী কিটসগুলো বিতরণ করেন। 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুসান্ত কুমার মাহাতোসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সিংড়া উপজেলার ৪৭টি কমিউনিটি ক্লিনিকে রক্ত পরীক্ষার যন্ত্র ও নেবুলাইজার মেশিন প্রদান করেন। এসময় প্রতিমন্ত্রী আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে সবাইকে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর