১০ আগস্ট, ২০১৯ ২০:৫২

বাগেরহাটে ৪২ ডেঙ্গু রোগী শনাক্ত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে ৪২ ডেঙ্গু রোগী শনাক্ত

বাগেরহাটের বিভিন্ন উপজেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। আজ শনিবার মোরেলগঞ্জ ও মোংলা উপজেলায় প্রথমবার আক্রান্ত রোগী ডেঙ্গু সনাক্ত হয়েছে জেলায়। এ নিয়ে বাগেরহাটের ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলো। শনিবার দুপুর পর্যন্ত বাগেরহাটে জেলায় সরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত সোমবার সকালে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌদি প্রবাসী শরণখোলা উপজেলার বেল্লাল মোল্লার স্ত্রী খাদিজা বেগম মারা যান। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার সকালে মোরেলগঞ্জ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে  প্রমবারের মত এক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্তের নাম মো. জাহাঙ্গীর আলম বাদশা (৪৫)। মোরেলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে মোংলা উপজেলা হাসপাতালে রক্ত পরীক্ষার পর গোয়ালেরমেঠ গ্রামের ইয়ামিন আলীকে (১৬) ডেঙ্গু আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। বাগেরহাটে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে ৪ জন, ফকিরহাট হাসপাতালে ৩জন ও শরণখোলা হাসপাতালে ২জন চিকিৎসাধীন রয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর