১৪ আগস্ট, ২০১৯ ১৪:২২

খাগড়াছড়িতে ৯০ জন ডেঙ্গু রোগী সনাক্ত, চিকিৎসাধীন ২১ জন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে ৯০ জন ডেঙ্গু রোগী সনাক্ত, চিকিৎসাধীন ২১ জন

খাগড়াছড়িতে ৯০ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২১ জন। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়ন ময় ত্রিপুরা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, খাগড়াছড়ি সদর হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছে। ঢাকা থেকে ডেঙ্গু পরীক্ষার কিটস আনা হয়েছে। বিনামূল্যে ডেঙ্গু ও ম্যালেরিয়া দু'টোই পরীক্ষা করা হচ্ছে এখানে। এ জেলায় আক্রান্ত কোনো রোগী এখন পর্যন্ত মারা যায়নি।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশা নিধন কার্যক্রম চলছে। 


বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর