১৫ আগস্ট, ২০১৯ ১৬:১৮

মাগুরায় ডেঙ্গুতে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি

মাগুরায় ডেঙ্গুতে নিরাপত্তা প্রহরীর মৃত্যু

মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়নাল শরীফ (৫২) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার নরসিংহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জয়নাল ওই গ্রামের গফুর শরীফের ছেলে। 

জয়নালের ভাই হারুন অর রশিদ জানান, জয়নাল ঢাকার একটি বেসরকারি সিকিউরিটি সার্ভিসেসে চাকরি করে। গত ১০ আগস্ট ঈদের ছুটিতে বাড়িতে এসে অসুস্থ হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে একইদিন তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা ভাল নয় জানিয়ে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়। কিন্তু পরিবারের লোকজন তাকে বুধবার বাড়িতে নিয়ে এলে আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতেই তিনি মারা যান।

মাগুরা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নিলিমা বিশ্বাস জানান, ডেঙ্গু রোগী হিসেবে ১০ আগস্ট জয়নাল শরীফ ভর্তি হয়েছিলেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর