১৮ আগস্ট, ২০১৯ ২৩:৩৮

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক যুবকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাসেল মিয়া (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার। 

তিনি বলেন, রাসেল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরনিকি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। তিনি বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ চিকিৎসাধীন ছিলেন। আজ তার অবস্থার অবনতি হওয়ায় দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে রাসেলের মৃত্যু হয়েছে। এনিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। 

গত ১১ আগস্ট ফরহাদ হোসেন (২০) নামে কিশোরগঞ্জের ইটনা কলেজের শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

বর্তমানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু জ্বরের ১৮৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ৮৪৪ জন রোগী ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর