২৬ আগস্ট, ২০১৯ ২১:৫০

বোয়ালমারীতে ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক, দুইজনের মৃত্যু

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারীতে ডেঙ্গুতে আক্রান্ত শতাধিক, দুইজনের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে এ পর্যন্তু শতাধিক ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে ৬২ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ৫ আগস্ট ঢাকার আনোয়ারা প্রাইভেট হাসপাতালে চতুর্থ শ্রেণির স্কুল শিক্ষার্থী অথৈ সাহা ও ৯ আগস্ট উপজেলাধীন সাতৈর বাজারের মুদি ব্যবসায়ী নির্মল সিকদার তেজগাঁও ইনপালস হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

বর্তমানে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত সনাক্তকৃত রোগীদের মধ্যে ১৪ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

গত সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ কিছুটা উন্নতি হলেও চলতি সপ্তাহে নতুন করে আক্রান্ত হয়েছে একাধিক রোগী। এছাড়াও বোয়ালমারীতে অবস্থিত বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী সনাক্ত হলেও তাদের অধিকাংশই ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর