২৭ আগস্ট, ২০১৯ ১২:২২

ফরিদপুরে ডেঙ্গু রোগে নতুন করে আক্রান্ত ৫১ জন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে ডেঙ্গু রোগে নতুন করে আক্রান্ত ৫১ জন

ফরিদপুর জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে না। গত চব্বিশ ঘণ্টায় ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। 

বাকিরা বেসরকারী বিভিন্ন ক্লিনিকে ভর্তি রয়েছেন। ফরিদপুর জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬ শত ৮৩ জন। এরমধ্যে চিকিৎসা সেবা নিয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৯০ জন এবং আশংকাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে ২শ' ৪৬ জনকে। চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৭ জন। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৩শ' ৪০ জন। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ জানান, ডেঙ্গু পরিস্থিতি এখনো মারাত্বক পর্যায়ে রয়েছে। হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। ফলে হাসপাতালের চিকিৎসকেরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর