২৭ আগস্ট, ২০১৯ ১৪:৪০

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত ৭৮ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত ৭৮ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি

বগুড়ায় প্রতিদিন কমছে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় এই সংখ্যা ছিল ২৭ জন।

মঙ্গলবার দুপুরে বগুড়া সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, বর্তমানে জেলায় ৭৮ জন রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশুসহ ৫৭ জন রোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এছাড়াও সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে ৭ জন, শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, সামছুন্নাহার ক্লিনিকে ২ ও ইসলামি হাসপাতালে ২ জন, ইনডিপেনডেন্ট হাসপাতালে ১ জন এবং টিএমএসএস রফাতুল্লাহ হাসপাতালে ৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

জেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন ৮২৭ জন রোগী। এদের মধ্যে ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৫১ জন। জেলায় এ পর্যন্ত কোনও ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর