২৮ আগস্ট, ২০১৯ ১০:৫৫

বরিশাল শেবাচিম হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল শেবাচিম হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগী

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে আরও কমেছে। বুধবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১৪৩ জন ডেঙ্গু রোগী। আগের দিন মঙ্গলবার চিকিৎসাধীন ছিলো ১৬৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হলেও একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বিদায় নিয়েছেন ৬১ জন। এর আগের দিন ভর্তি হয়েছিলো ৪১জন। 

শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. বাকির হোসেন বলেছেন, ডেঙ্গু নিয়ে বরিশালসহ সারা দেশে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এই রোগের প্রকোপ কমেছে। মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। তারা বাড়ির আশপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখায় এডিস মশার বিস্তার কমে গেছে। এ কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন কমে আসছে। 

শেবাচিম হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, সকাল পর্যন্ত চিকিৎসাধীন থাকা ১৪৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ৫২ জন, নারী ৪৮ জন এবং ৪৩ জন। বিগত ২৪ ঘণ্টায় ভর্তি ৩৮ জনের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ১২ জন এবং ১০ জন শিশু। একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া ৬১ জনের মধ্যে ৪৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং শিশু ৫ জন। 

গত ১৬ জুলাই থেকে আজ সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছেন ১ হাজার ৭২০ জন ডেঙ্গু রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৫৭১ জন। এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন ডেঙ্গু রোগী। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। 

এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর