২৮ আগস্ট, ২০১৯ ১৮:২৪

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে

সিরাজগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। নতুন করে সিরাজগঞ্জে আরও ১৯ নারী পুরুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এনিয়ে বুধবার বিকেল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮৮ জনে। প্রতিদিন ডেঙ্গু রোগী সংখ্যা বাড়তে থাকায় জেলাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ১৩ জন, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এসব হাসপাতালে সব মিলে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গত ১৮ আগস্ট মেহেদী হাসান নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

এদিকে, প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়লেও জেলায় তেমন কোনো সচেতনতা কর্মসূচি পালন হচ্ছে না। কয়েকটি মতবিনিময়, একটি র‌্যালী ও কয়েকটি ব্যানার টানানোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। অন্যদিকে পুরো জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়লেও শুধু সিরাজগঞ্জ পৌরসভায় মশক নিধন স্প্রে করা হচ্ছে। প্রতিদিনই ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে ডেঙ্গু রোগী বাড়লেও প্রতিরোধে নেই কোনো তৎপরতা। 
 
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, প্রতিটি অফিস আদালত চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পরামর্শ দেয়া হয়েছে। ব্যানার টানানো হচ্ছে। স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রী-অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করার হচ্ছে। 

তিনি জানান, এককভাবে কোনো প্রতিষ্ঠান নয় সকলেই সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর