৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:২২

বরিশালে ডেঙ্গু রোগী বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ডেঙ্গু রোগী বেড়েছে

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। সোমবার দুপুর পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৭৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন ছিল ৭২ জন। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিল ২৭ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন। এর আগের ২৪ ঘন্টায় বিদায় নিয়েছে ৬০ জন। চিকিৎসাধীন থাকা ৭৯ জন রোগীর মধ্যে পুরুষ ৩৮ জন, নারী ২৩ জন এবং শিশু ১৮ জন। 

নতুন ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে পুরুষ ১৭ জন, মহিলা ১০ জন এবং শিশু ২ জন। বিগত ২৪ ঘণ্টায় বিদায় নেয়া ২২ জনের মধ্যে পুরুষ ৫ জন, ১৬ জন নারী এবং ১ জন শিশু। 

গত ১৬ জুলাই থেকে আজ দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে হয়েছে ২০৮১ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯ শ’ ৯৬জন। একই সময়ের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ জন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর