১০ সেপ্টেম্বর, ২০১৯ ১২:২৬

ফরিদপুরে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে সিদ্দিক মিয়া নামের ঐ ব্যক্তি মারা যায়। সিদ্দিক মিয়ার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামে। সে ঐ গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে। 

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সিদ্দিক মিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হন। রাতে তার মৃত্যু হয়ে। এ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হলো। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ফরিদপুর জেলায় গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২১শ ৮৭ জন। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬শ ২৬ জন। বর্তমানে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১শ ৯৪ জন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ৩শ ৬০ জনকে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর