১০ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:১৯

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ডেঙ্গু জ্বরে নারীর মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মিনা খাতুন (২৫)নামে এক নারীর মৃত্য হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে, গত শুক্রবার স্থানীয়ভাবে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। নিহত মিনা খাতুন উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী। 

কুষ্টিয়ার সিভিল সার্জন রওশন আরা তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০ জন। চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন। আর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৮০৫ জন।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরে জোসনা খাতুন নামে অপর এক নারী স্থানীয়ভাবে আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়াও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৯ আগস্ট সকালে বিলগাথুয়া গ্রামের চালন বেগম আরও এক নারীর মৃত্যু হয়েছে।


বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর