১১ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:২৪

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

ফাইল ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা রহিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়। রহিমা বেগম তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও নিহতের ছেলে হারুন মোড়ল জানান, মা ডায়বেটিকস রোগে ভুগছিলেন। এর মধ্যে হঠ্যাৎ করে প্রচণ্ড জ্বর হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা পর ৪ সেপ্টেম্বর তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে। খুলনা মেডিকেলে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় রহিমা বেগমের মৃত্যু হয়। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর