১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৩

যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেরুন নেছা (৪০) নামে আরও এক নারী মারা গেছেন। এ নিয়ে যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাত জনে। 

বৃহস্পতিবার রাতে মারা যান তিনি। তিনি মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। 

মেহেরুন নেছার দেবর নূর ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর তার ভাবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেনস্ট্রোক হয়। এরপর ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু খুলনা মেডিকেলে ডাক্তাররা মেহেরুন নেছার সুস্থ হওয়ার আশা ছেড়ে দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাতে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেরুন নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রোহিতা ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ার হোসেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর