১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১১:০১

২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে ২০ ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে ২০ ডেঙ্গু রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি হয়েছেন ২০জন রোগী। এই ২০জনসহ বুধবার সকাল পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলো ১০১জন ডেঙ্গু রোগী। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৭জনসহ গত মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলো ৯৭জন ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২০জনের মধ্যে ৯জন পুরুষ, ৬জন নারী এবং ৫জন শিশু। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়ে যাওয়া ১৬জনের মধ্যে ৬জন পুরুষ, ৭জন নারী এবং শিশু ৩জন। 

বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন থাকা ১০১জনের মধ্যে পুরুষ ৫০জন, নারী ২৭জন এবং শিশু ৩৪জন। এর আগের দিন মঙ্গলবার চিকিৎসাধীন ছিলো ৯৭জন ডেঙ্গু রোগী। 

গত ১৬ জুলাই থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে ২ হাজার ৩১৫জন রোগী। এই সময়ে চিৎিসাধীন অবস্থায় মারা গেছে ৮জন ডেঙ্গু রোগী। একই সময়ে চিকিৎসায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২০৬জন রোগী।

এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর