৮ আগস্ট, ২০২২ ১৭:১৭

আরও ৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

অনলাইন প্রতিবেদক

আরও ৭৯ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি।

আজ সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৯ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের হাসপাতালে নতুন করে ২০ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা মোট ৩৬০ জনের মধ্যে ২৮৬ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে ৭৪ জন ভর্তি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ৮ আগস্ট পর্যন্ত হাসপাতালে মোট রোগী ভর্তি হওয়ার সংখ্যা ৩ হাজার ২৬৩ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৭৩৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫২৭ জন ভর্তি হন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৮৮৮ জন। তাদের মধ্যে ঢাকায়  মোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৪৫ জন এবং ঢাকার বাইরে মোট ছাড়প্রাপ্ত রোগী ৪৪৩ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর