১৩ জুলাই, ২০২৩ ১৪:৫০

খুলনায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, ব্যবস্থা গ্রহণের দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, ব্যবস্থা গ্রহণের দাবি

খুলনা মহানগরীর বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ইচ্ছেমতো ফি আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ডেঙ্গু নিশ্চিত হতে এনএস-১ অ্যান্টিজেন ও আইজিএম পরীক্ষার প্রয়োজন হলেও একই সাথে রক্তের আরো কয়েকটি পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় করা হয়। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ে বিপাকে পড়ছেন রোগী ও স্বজনরা।

এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন সামাজিক সংগঠন বৃৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ থাকলেও দ্বিগুণ/ তিনগুণ হারে আদায় করা হচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে ফি কমানো ও অতিরিক্ত ফি আদায় করলে ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম. মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আ. সালাম, জি এম মহিউদ্দিন, কাজি আমিনুল ইসলাম মিঠু, কামরুল ইসলাম, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, এস এম মাহাবুবুর রহমান খোকন, মোহাম্মাদ আলি, এম এ জলিল, কামরুল ইসলাম ভুট্টো।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর