১৪ জুলাই, ২০২৩ ১০:২৪

হাসপাতাল ভরে উঠছে ডেঙ্গু রোগীতে

আরও পাঁচজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

হাসপাতাল ভরে উঠছে ডেঙ্গু রোগীতে

দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচজনের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে জুলাইয়ের ১২ দিনেই মারা গেছেন ৪৩ জন।

এদিকে বুধবার সকাল পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে ৩ হাজার ৭৯১ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। গতকাল সকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৬৯ জনে। এক দিনের ব্যবধানে হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে ২৭৮ জন। গতকাল সবচেয়ে বেশি (৪৮১ জন) ডেঙ্গু রোগী ভর্তি ছিল রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। অতিরিক্ত ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অনেক হাসপাতাল। ব্যাহত হচ্ছে অন্যান্য রোগের চিকিৎসা কার্যক্রম। কীটতত্ত্ববিদরা বলছেন,

কোন এলাকাগুলো থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে আসছেন তা হিসাব করলেই হটস্পটগুলো শনাক্ত করা সম্ভব। ডেঙ্গুর বিস্তার কমাতে হটস্পটগুলোতে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালাতে হবে। গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৭৫৬ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৮৩ জন। গতকাল ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৭০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। অন্যান্য বিভাগে ভর্তি ছিলেন ১ হাজার ৩৬১ জন। চলতি বছর সারা দেশে মোট ১৭ হাজার ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১১ হাজার ৭৫৭ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৬২৫ জন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ হাজার ২২০ জন। ঢাকায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৭৫ জন। ঢাকার বাইরে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪৫ জন। গতকাল পর্যন্ত সর্বোচ্চ ৩ হাজার ৩৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। গত এক দিনেই এই হাসপাতালে নতুন করে ১৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ২৫৯ জন ও তৃতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন এস এস এম সি এবং মিডফোর্ড হাসপাতালে ১ হাজার ১৩৪ জন।

অন্যদিকে মশকবিরোধী অভিযানে নেমে সর্বত্র ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা পাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন। এডিসের লার্ভা পাওয়ায় গত বুধবার বিভিন্ন ভবন মালিকের বিরুদ্ধে মামলা দায়ের ও প্রায় ৬ লাখ টাকা জরিমানা আদায় করে উত্তর সিটি করপোরেশন। দক্ষিণ সিটি করপোরেশন গতকাল ২৯৯টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে এডিসের লার্ভা পাওয়ায় ২৩টি স্থাপনাকে ৩ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর